শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আর্ত মানবতার সেবায় শহিদুল ইসলাম ট্রাস্ট সারাজীবনের সঞ্চায় দান করলেন ট্রাস্টে

আর্ত মানবতার সেবায় শহিদুল ইসলাম ট্রাস্ট সারাজীবনের সঞ্চায় দান করলেন ট্রাস্টে

মোস্তাফিজুর, রহমান সুজনঃ

আর্ত মানবতার সেবায় কাজ করছে প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট। ২০১৬ সাল থেকে দুস্থ, গরিব, অসহায় লোকজন ছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে অরাজনৈতিক, সেবামূলক এ সংগঠনটি।

পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহিদুল ইসলাম ২০০৬ সালে চাকরি থেকে অবসরে যান। তার পেনশনের সমুদয় অর্থ অর্থাৎ ২৫ লাখ টাকা দান করে ২০১৬ সালে তিনি তার নামে গড়ে তোলেন প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট’।

প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট নামের এ সংগঠনটি রেজিস্ট্রি অফিস থেকে নিবন্ধিত হয়ে কাজ শুরু করে আর্ত- মানবতার সেবায়। শহরের পিটিআই রোড়ের শান্ত নীড়ে রয়েছে সংগঠনটির কার্যালয়।

সমাজের বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ যেমন শিক্ষকতা, সাংবাদিকতা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ পুরস্কার/ সম্মাননা জ্ঞাপন, গরিব-মেধাবী শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সহ সামাজিক কর্মকান্ড পরিচালনাই এ সংগঠনের মূল লক্ষ্য।

সাত সদস্যের ট্রাস্টি বোর্ড দ্বারা এর কর্মকান্ড পরিচালিত হয়। প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছেন।

ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

ঈদুল ফিতর সানন্দে উদযাপনের জন্য বিভিন্ন এতিমখানার এতিমদের মধ্যে পোশাক বিতরণ, ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, দুঃস্থ-গরিবদের চিকিৎসা সহায়তা, কন্যাদায়গ্রস্থ পিতা-মাতাকে আর্থিক সহায়তা, বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় আর্থিক অনুদান, হতদরিদ্রদের দাফন কাফনে আর্থিক সহায়তা, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য প্রতিথযশা শিক্ষকদের এবং সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার বিতরণ করে আসছে সংগঠনটি।

এ ব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম বলেন, আর্ত-মানবতার সেবার জন্য আমি আমার চাকুরী জীবনের সঞ্চিত অর্থ অর্থাৎ পেনশনের পুরো টাকা দিয়ে এই ট্রাস্টটি গঠন করেছি।

এ সংগঠনের মাধ্যমে সমাজের গরীব-অসহায় হতদরিদ্র এতিম-দুস্থদের আর্থিক সহায়তা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিকসহ গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করে আসছে।

সংগঠনের সঞ্চিত অর্থের লভ্যাংশ থেকে এসব সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হয়। তবে চাহিদার তুলনায় বিতরণকৃত সহায়তার পরিমাণ খুবই কম। এই ট্রাস্টের কর্মকান্ড সুচারুরূপে এবং অধিক পরিসরে পরিচালনার জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ট্রফেসর শহীদুল ইসলাম।

ট্রাস্টের মাধ্যমে সমাজের এসব দুস্থ-গরিবদের সহায়তার জন্য যে কেউ এগিয়ে আসতে পারেন। সে ক্ষেত্রে এ অগ্রণী ব্যাংক, নতুন বাজার, পটুয়াখালী শাখার সঞ্চয়ী হিসাব ‘প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্ট, নম্বর ০২-০০০০-৯৩৮৭৯৮৬- এ সহায়তা পাঠানোর জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করা গেল।

প্রয়োজনে মোবাইলে যোগাযোগ করুন- ০১৭৩০৯৬৬২৩১ (সভাপতি), ০১৭১৫৩৪৫৩৪৩ (সাধারণ সম্পাদক)।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০