রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
পবিত্র রমজানে মাসে মাদক সেবনের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন চাপাইনবাবগঞ্জের সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য আতিকুল্লাহ আরিফসহ তার পরিবার। হামলায় আহত আতিকুল্লাহ আরিফের স্ত্রী ও বোন হাসপাতালে সাধারণ চিকিৎসা নিলেও গুরুত্বর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক আতিকুল্লাহ আরিফ। আতিকুল্লাহ আরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার নামোশংকরবাটি কাটাবাগান মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে ও চাপাইনবাবগঞ্জের চাঁপাই সংবাদ ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার। এ ঘটনায় ৭জনের নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহত সাংবাদিক আতিকুল্লাহ আরিফ।
আহত সাংবাদিক আরিফের পরিবার জানান, গত ২৫মার্চ রাত্রি ০৯.৪৫ ঘটিকার সময় আরিফ তারাবির নামাজ শেষে বাসার ঢুকার সময় বাসার মালিক আসামী সাগর এর বাসার দরজা খোলা ও সেখানে সাগর, শাহাবুদ্দিন (৩৪), মোঃ রমজান আলী (৩২), মোঃ আরিফ, মোঃ জলিল (৩০), মোঃ শাহিন ও মোঃ ওয়াসিম (৪০) গোল হয়ে বসে বিভিন্ন ধরনের মাদক সেবন করিছিলেন। এসময় আরিফ বাসায় রমজান মাসে লোকজন নিয়ে মাদক সেবন ও মাদক ব্যবসা করতে বারন করলে সাগর আরিফের উপর রাগান্বিত হয়ে তাকে চলে যেতে বলেন। এ সময় আরিফ বাসায় চলে যায়। পরে ২৬মার্চ সকাল ৭টার সময় সাগর আরিফকে ডেকে নিয়ে সাগরসহ অন্যান্যরা সাগরের একটি ঘরের ভিতর আটকে রাখে আরিফকে। এ সময় তারা আরিফের হাত, মুখ ও চোঁখ বেধে ফেলে লোহার রড, জিআই পাইপ ও হকিস্টিক দিয়ে প্রায় তিনঘন্টা ধরে এলোপাথারী ভাবে মারপিট ও নির্যাতন করতে থাকে। আরিফকে মারপিটের ঘটনার একপর্যায়ে আরিফের স্ত্রী ও বোন বাধা দিতে আসলে তাদের উপরেও হামলা করে আহত করে হামলাকারীরা। এ সময় এ সময় আতঙ্কিত পরিবারের আহাজারিতে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘঞটনায় ৭জনের নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ।
সাংবাদিক পরিবারের উপরে হামলার ঘটনা বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।