সোমবার, ৫ মে ২০২৫
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহীতে সাংবাদিকদের ওপরে হামলা ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৪২বছর পুরনো সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার দ্বিতীয় দিনের মত উত্তপ্ত অবস্থা বিরাজের সংবাদ সংগ্রহকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসনসহ ৫ সাংবাদিক আহত করে ক্যামেরা ও লাইভ সরঞ্জাম ভাংচুর এর ঘটনা ঘটেছে। সাংবাদিকদের ওপরে হামলা করে ক্যামেরা ও লাইভ সরঞ্জাম ভাংচুর এর ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ রবিবার দুপুর ১টার সময় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু সাক্ষরিত যৌথ ববিৃততে এমন পতিবাদ জানান তারা।
সংগঠনের সভাপতি মো: নুরে ইসলাম মিলন জানান, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ওপরে হামলার মতো ঘটনা সত্যি দুঃখজনক ও নিন্দনীয়। শিক্ষানগরী রাজশাহীতে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষা নিতে আসা শিক্ষার্থীরা আগামী দিনে জাতি গঠনে ভূমিকা রাখবে এমন সন্ত্রাসী কর্মকান্ডে তাদের ভূমিকা নিন্দনীয়।
ঘটনা সুত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ফটকে তালা দিয়ে সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।
শিক্ষার্থীরা ভিসির বাসভবন ঘেরাও করলে সেখানে সাংবাদিকরা ছবি তুলতে যান। এসময় শিক্ষার্থীরা চ্যানেল২৪ এর রিপোর্টার আবরার শাঈর, ক্যামেরা পারসনস জুয়েলের উপর হামলা চালায়।এতে ক্যামেরা ভেঙ্গে যায়। এছাড়াও কালেরকণ্ঠ পত্রিকার ফটোসাংবাদিক সালাহ উদ্দিনের উপর হামলা করে ক্যামেরা ভাংচুর করে । এদিকে আহত জুয়েলকে প্রশাসনের লোকজনের সহায়তায় উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।