বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক মোটর মেকানিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো হাসানের বিরূদ্ধে।
শুক্রবার দুপুরে উপজেলার সুবিদখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ওই মোটর মেকানিকের নাম মো. শামীম হোসেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার ইয়ার উদ্দিন খলিফা (র) সেতুর ঢালে মোটরমেকানিক মো. শামীম হোসেনকে অকারণে চর থাপ্পড় এবং লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মো. হাসান। পরে তাঁকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোটর মেকানিক মো. শামীম হোসেন বলেন, মির্জাগঞ্জের সুবিদখালী আমার মোটর সাইকেলের গ্যারেজের কাছে একটি মোটরসাইকেল পার্ক করা নিয়ে চায়ের দোকানদার মনির ও রফিকের মধ্যে বাক-বিতন্ডা চলছিল এ সময়ে আমি (মোটরমেকানিক শামীম হোসেন) তাদের ঝগড়া মিমাংশা করতে গেলে পুলিশ সার্জেন্ট হাসান আমাকে বলে ‘তুই এখানে এসেছিস কেন? আমাকে অকথ্য ভাষায় গাল-মন্দ করতে থাকে আমি কিছু বুঝে উঠার আগেই সে আমাকে চর-থাপ্পড় দেয় এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
আমার কানে জখম হয়েছে আমি বাম কানে ভালো শুনতে পাইনা। আমি প্রথমে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ছিলাম। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমাকে বরিশাল রেফার করেছে। আমাকে কেন নির্যাতন করা হলো আমি এর বিচার চাই।
চায়ের দোকানদার মো. হাসান, মনির ও রফিক বলেন, অকারণে উত্তেজিত হয়ে ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. হাসান মেকার শামীমকে পিটিয়েছে। স্থানীয় দোকানদাররা প্রতিবাদ না করলে হয়তো তাকে পিটিয়ে মেরেই ফেলতো। শামীমের কোন দোষ নেই। আমারা এর বিচার চাই।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্তারিত জেনে পুলিশ সুপার স্যারের কাছে প্রতিবেদন পাঠিয়েছি।
অভিযুক্ত পুলিশ সার্জেন্ট মো. হাসানের মঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দায়িত্বপালন কালে যদি অপেশাদারিত্বমূলক কোন আচরণ কোন পুলিশ সদস্য করে থাকে তাহলে তার বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।