রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

রাজৈরে টাকার লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার কারার অভিযোগ! অভিযুক্তের স্ত্রীর দাবি মিথ্যা অভিযোগ

রাজৈরে টাকার লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার কারার অভিযোগ!! অভিযুক্তের স্ত্রীর দাবি মিথ্যা অভিযোগ।

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে টাকার লোভ দেখিয়ে এক শিশুকে (১১) বলাৎকার করার অভিযোগ উঠেছে পাশের বাড়ীর কথিত নানা পঞ্চাশোর্ধ মোজাফ্ফর বেপারী ওরোফে মুজার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত শুক্রবার দুপুর বারোটার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের পশ্চিম মহেন্দ্রদী গ্রামের বেপারী বাড়ীতে । নির্যাতনের শিকার শিশুটি পার্শ্ববর্তী বাড়ীর ফরিদ শেখের ছেলে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের স্ত্রীসহ কয়েকজন।

স্থানীয় ও হাসপাতাল সুত্র জানায়, ওই শিশুটি মুজা বেপারীকে নানা বলে ডাকতো। এ সুবাদে মাহফিলের চাউল উঠাতে তার বাসায় গেলে, ওই শিশুটিকে মুজা টাকার লোভ দেখিয়ে ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং গামছা দিয়ে হাত পা বেধে পাশবিক নির্যাতন বলাৎকার করে। শিশুটির চিৎকারে বাড়ীর অন্যান্য লোক এগিয়ে আসলে মুজা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতাল ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সরদ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ওখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

রাজৈর উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডাঃ তমাল জানান, আমাদের এখানে সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছি।

এ অভিযোগের ভিত্তিতে মোজাফফরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী তাসলিমা বেগম এ অভিযোগ অস্বীকার করেছে, উন্টো তাদেরকে ফাঁসানো হচ্ছে বলে জানান তিনি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, অভিযোগ পেয়েছি আমরা আইনগত ব্যবস্থা নিশ্চিত করবো।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০