মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিরামপুর থানা পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার

বিরামপুর থানা পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়াড়ী, মাদক সেবন ও বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে ১৭ জন আসামী গ্রেপ্তার করেছেন।

মামলা সুত্রে জানা যায়, শুক্রবার (৩ মার্চ) ভোরে ও বৃহস্পতিবার রাতে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা মূলে ৪ জন, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ১ জন ও অর্থের বিনিময়ে জুয়া খেলার অপরাধে ১২ জন সহ সর্বমোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, গ্রেফতারী পরোয়ানা মূলে উপজেলার ভগবতীপুর গ্রামের মৃত ছমির উদ্দিনে ছেলে ইসলাম আলী (৫০) একই গ্রামের ইসলাম আলীর ছেলে আকতারূল ইসলাম (২৫), ইসলাম আলীর স্ত্রী কমেলা বিবি(৪০), কাটলা ধানহাটির মোড়ের মকবুল হোসেনের ছেলে শাহিনুর(২০), মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট মামলা ২ মাসের সাজাপ্রাপ্ত আসামী বিরামপুর পৌর শহরের ইসলাম পাড়া মহল্লার মৃত শাহাদ আলীর ছেলে শামীম (৪৬) এবং জুয়া অপরাধে উপজেলার জোতমাধব গ্রামের মমতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৩৪) একই গ্রামের মাজহার আলীর ছেলে মিলন (৩৪), তাহেরের ছেলে জহুরুল (৩৬), মোজাহারের ছেলে নাজমুল (৫০), খয়েরবাড়ি মির্জাপুর গ্রামের চানমিয়া মন্ডলের ছেলে মোস্তফা (৪২) একই গ্রামের সইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), আলেফ মিয়ার ছেলে বেলাল হোসেন(৩৫), খয়েরবাড়ি গ্রামের মৃত আঃ মজিদের ছেলে সানোয়ার হোসেন (৩১), শাহাজাদপুর গ্রামের আঃ খালেকের ছেলে জাহিদ হাসান (২৮) একই গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে শুটকু (৬০), বেড়াখাই (মুকুন্দপুর) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আঃ লতিফ(৪০), বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার মৃত ইব্রাহীমের ছেলে ভোলা (৪০)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (৩ মার্চ) সকালে সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর বিজ্ঞ আদালত ও জেলা কারাগার দিনাজপুরে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১