শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

রাজশাহী জেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রত্যাশী রফিক, পিতা ও বড় ভাইএর সুনাম ধরে রাখতে চান

রাজশাহী জেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রত্যাশী রফিক, পিতা ও বড় ভাইএর সুনাম ধরে রাখতে চান

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহী জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদে সিভি জমা দিয়েছেন রাজশাহী জেলা যুবলীগের বর্তমান প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক
রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয়ে সাধারন সম্পাদক পদে প্রার্থীতা করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সিভি জমা দেন। এসময় উপস্থিত ছিলেন ইন্জিঃ রফিকুজ্জামানের সমর্থনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে রাজশাহী জেলা,রাজশাহী মহানগর, নাটোর ও ফেনী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উল্লিখিত জেলাসমূহে শুধুমাত্র সভাপতি/সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরীত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়।

পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। সোমবার (১৮ই ফেব্রুয়ারী) থেকে বুধবার (২০ই ফেব্রুয়ারী) পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় যুবলীগের প্রধান কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়।
১৯/২/২০২৩ তারিখ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিভি জমা দেওয়া উপলক্ষে মোঃ রফিকুজ্জামান রফিক সংবাদ ২৪ ঘন্টা কে বলেন ” সুষ্ঠ ভাবে সিভি জমা দেওয়া হয়েছে রাজশাহী জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদ প্রত্যাশি হিসেবে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে সিভি আমি জমা দিয়েছি। আমি আশাবাদী কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার বিগত সময়ের সাংগঠনিক কর্মকান্ড এবং দলীয় কর্মকান্ডের বিচার বিশ্লেষণ করে আমাকে আমার প্রত্যাশিত পদ দিবেন। তবে সংগঠনের সার্থে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিবেন সেটা আমি মেনে নিবো”।

উল্লেখ যে মোঃ রফিকুজ্জামান রফিকের রাজনৈতিক জীবন শুরু হয় শিশু অবস্থা থেকেই তার পিতা মোঃ আলতাফ হোসেনের হাত ধরে। মুক্তিযুদ্ধের স্বপক্ষে রাজনীতিতে রফিকুজ্জামান রফিকের পিতা জনাব আলতাফ হোসেন রাজশাহী আওয়ামী লীগের অন্যতম সদস্য হিসেবে দ্বায়িত্ব পান ১৯৫৪ সালে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করেন। আজীবন আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত ও বঙ্গবন্ধু পরিবারের প্রতি আনুগত্য রফিকুজ্জামান রফিক এর পরিবারের সকলে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রতক্ষ্য ভাবে জড়িত। তার বড় ভাই জনাব আসাদুজ্জামান আসাদ রাজশাহী আওয়ামীলীগের অন্যতম জনপ্রিয় ব্যাক্তিত্ব। তৃণমূলের কান্ডারী নামে পরিচিত জনাব আসাদ ছাত্র লীগ থেকে রাজনীতি শুরু করে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করেন বহু দিন। রফিকুজ্জামান রফিকের মেজো ভাই বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ জনাব কামরুজ্জামানেরও রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রলীগের মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লীগের নেতৃত্বে ছিলেন তৎকালীন অধ্যায়নরত অবস্থায় পরবর্তীতে স্বেচ্ছাসেবকলীগ,

তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ৬ ভাই ১ বোনের মধ্যে রফিকুজ্জামান রফিক সর্বকনিষ্ট। তার আরেক ভাই আকতারুজ্জামান ছিলেন সাবেক শ্রমিক লীগের নেতা। ৪র্থ ভাই নুরুজ্জামান টুকু রাজশাহী সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করছেন। ৫ম ভাই শফিকুজ্জান শফিক ছাত্রলীগের কলেজ শাখা এবং পরবর্তীতে রাজশাহী মহানগরের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এছাড়াও রেডক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের সাধারন সম্পাদক হিসেবেও সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন।

জেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রত্যাশি রফিকুজ্জামান রফিক পারিবারিক সুত্রে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। বড়ভাই আসাদুজ্জামান আসাদের সাথে জেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করায় জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তার পরিচিতি ও সুনাম রয়েছে। সদা মিষ্টভাষী রফিক বিএসসি ইঞ্জিনিয়ার। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ ও বর্তমানে রাজশাহী জেলা যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। দেশ রত্ন শেখ হাসিনার গ্রেফতারের পরের দিন ১৭ জুলাই ২০০৭ এ শেখ হাসিনার মুক্তির দাবিতে উত্তরাঞ্চলের প্রথম মিছিলে অংশগ্রহণ করে। রাজনৈতিক কর্মকান্ডে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হাতকে শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সৎ নিষ্ঠাবান রফিকুজ্জামান রফিকের প্রত্যাশা তাকে জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদে দ্বায়িত্ব দিলে সে সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০