শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

রাজশাহী সদর দলিল লেখক সমিতির আজীবন সভাপতি মনোনীত হয়েছেন মুহিদুল হক

রাজশাহী সদর দলিল লেখক সমিতির আজীবন সভাপতি মনোনীত হয়েছেন মুহিদুল হক

হুমায়ুন কবীর, রাজশাহীঃ

বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগের আহবায়ক এবং রাজশাহী জেলা ও সদর সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মহিদুল হককে সদর দলিল লেখক সমিতি’র আজীবন সভাপতি মনোনীত করা হয়েছে। গতকাল ১৮ই ফেব্রুয়ারী (শনিবার) বেলা ১১ টায় রাজশাহী দলিল লেখক সমিতি’র হলরুমে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগের আহবায়ক এবং রাজশাহী জেলা ও সদর সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মহিদুল হক।

উক্ত সভায় বার্ষিক আয়-ব্যায়ের হিসাব প্রদান করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা পাস করা হয় এবং সমিতির সার্বিক উন্নয়নকল্পে বিভিন্ন প্রকার আলোচনা অন্তে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় নিমাই কুমারকে প্রধান নির্বাচন কমিশনার ও আব্দুর রকিব বুলবুলকে যুগ্ম নির্বাচন কমিশনার করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। পরবর্তিতে সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব মোঃ মহিদুল হককে রাজশাহী সদর দলিল লেখক সমিতির আজীবন সভাপতি হিসেবে মনোনীত করা হয় এবং অবশিষ্ট ১০ পদে আগামী ২রা মার্চ ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

এসময় সাধারন সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ , হুমায়ুন আক্তার , সিরাজ উদ্দিন বাবু, মোস্তাফিজুর রহমান বাবলু, আতিকুল ইসলাম তপন, শামিম হাসান, বাবুল সরকার, সেলিম উদ্দিন ও দুলাল হোসেন, হাফিজুর রহমান সাগর, সাদিয়া রহমান ভুটান, আল মামুন, আব্দুর রহমান সহ সমিতির সাধারন সদস্যবৃন্দ।

আজীবন সভাপতি মনোনীত হওয়া উপলক্ষে পল্লীবার্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলহাজ্ব মুহিদুল হক বলেন

” বিগত দশ বছর ধরে আমি রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছি, এক সময় দলিল লেখকরা অনেক অবহেলিত ছিল আমি চেষ্টা করেছি তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে। দলিল লেখক সমিতির পক্ষ থেকে দলিল লেখকদের বিভিন্ন অনুদান দিয়ে সাহায্য সহযোগিতা করতে। তিনি সর্বোপরি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের প্রতি। এছাড়া তিনি দলিল লেখক সদর সমিতির সকল সদস্যদের প্রতি চিরকৃতঞ্জ এবং ভবিষ্যতে সকলের সংগে সুসম্পর্ক রেখে কাজ করে যাবেন “।

আলহাজ্ব মুহিদুল হক প্রথম সভাপতি যিনি বিগত দশ বছর সদর দলিল লেখক সমিতির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করার পরে আজীবন সভাপতি মনোনীত হয়েছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০