শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীকে হাত বেঁধে পিটিয়েছেন কোচিং সেন্টারের মালিক

শিক্ষার্থীকে হাত বেঁধে পিটিয়েছেন কোচিং সেন্টারের মালিক

হুমায়ুন কবীর, রাজশাহীঃ

পিকনিকে গিয়ে মাদক সেবনের ঘটনায় রাজশাহীতে দুই ছাত্রকে বেধে পেটালেন কোচিং সেন্টারের মালিক। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নগরীর তেরোখাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার আইরিশ কোচিং সেন্টারের পরিচালক আব্দুর রহিমসহ তার দুই সহযোগী বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের দুই শিক্ষার্থীকে হাত বেধে পিটিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।

নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী হলেন, শাহাদাত হোসেন ইমরান (১৯) ও সাইফ মোল্লা (১৯)।

তারা অভিযোগ করে জানান, আইরিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে রংপুরের স্বপ্নপুরিতে পিকনিকের আয়োজন করা হয়। শুক্রবার রাতে দুটি বাসে করে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেন শিক্ষার্থীসহ কোচিং সেন্টার কর্তৃপক্ষ। শনিবার ফেরার সময় বাসের একটা গ্লাস ভাঙ্গা কেন্দ্র করে ওই দুই শিক্ষার্থীকে হাত বেধে পেটানো হয় বলে অভিযোগ করেন তারা।

তবে কোচিং সেন্টারে পরিচালক আব্দুর রহিম দাবি করেন ওই দুই শিক্ষার্থী সহ কয়েকজন মাদক সেবন করে বাসে উঠেন। এ নিয়ে প্রতিবাদ করাই তারা উত্তেজিত হয়ে ওঠে এবং বাসের গ্লাস ভাঙচুর করে। এরপর তাদের চড় থাপ্পড় মারা হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০