শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
হুমায়ুন কবীর রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় চাঁপা অঞ্চল (রাজশাহী, রংপুর, দিনাজপুর) এর প্রতিনিধি হয়ে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ে হকিতে (বালক) চ্যাম্পিয়ন হয়েছে।
এ অর্জনের ফলে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সাল হতে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে তেরো বারের মত চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ সম্মান অর্জন করে।
সেই উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে আরএমপি সদর দপ্তরে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও খেলোয়াড়বৃন্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পুলিশ কমিশনার মহোদয় কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও খেলোয়াড়বৃন্দের অভিনন্দন জানান এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে খেলোয়াড়দের বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি’র আয়োজনে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর ব্যবস্থাপনায় ১ ফেব্রুয়ারি হতে ৭ ফেব্রুয়ারি, পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে হকি খেলোয়াড় কোটায় ভর্তি হলে বিনা বেতনে বা অর্ধবেতনে লেখাপড়ার সুযোগ রয়েছে।