শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিশুকে তার পরিবারের কাছে ফেরাতে চায় পুলিশ

শিশুকে তার পরিবারের কাছে ফেরাতে চায় পুলিশ

হুমায়ুন কবীর রাজশাহীঃ
রাজশাহীতে উদ্ধার হওয়া একটি শিশুকে তার পরিবারের কাছে ফেরাতে চায় পুলিশ। কিন্তু শিশুটি তার পরিবারের ঠিকানা দিতে পারছে না। সে শুধু তার নাম জানিয়েছে সিদ্দিক (৮)। বাবার নাম বলছে জলপো ভূঁইয়া। ঠিকানা বলতে না পারার কারণে শিশুটি বাড়ি ফিরতে পারছে না। শিশুটির পরিবারের সন্ধান পেতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, আমরা চাই শিশুটিকে তার পরিবারের কাছে ফেরাতে। কিন্তু শিশুটি তার ঠিকানা বলতে না পারছে না।

গণমাধ্যমে পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত বছরের ২৮ নভেম্বর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শিশুটির উচ্চতা চার ফুট এক ইঞ্চি। গায়ের রং ফর্সা। উদ্ধারের সময় তার পরনে ছিল লাল রঙের সোয়েটার ও জিন্স প্যান্ট।
শিশু সিদ্দিককে উদ্ধারের পর পরিবারের কোনো সন্ধান না পেয়ে সে সময় বোয়ালিয়া থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে সমাজসেবা অধিদপ্তরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। পরিবারের সন্ধান চেয়ে বোয়ালিয়া থানার পক্ষে বেতার বার্তাও পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত শিশুটির পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিশুটির প্রকৃত ঠিকানা ও পরিবারের খোঁজ পেলে বোয়ালিয়া থানার ডিউটি অফিসারের ০১৩২০-০৬১৫০৬ নম্বরের মোবাইল ফোনে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০