শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

রাজশাহীতে দুই দিন ব্যাপি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজশাহীতে দুই দিন ব্যাপি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহীতে মন্ডল স্পোর্টিং ক্লাবের আয়োজনে দুই দিন ব্যাপি দাবা প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিনে বিজয়ী দাবাড়ুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজশাহীর এ্যাড: আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের হল রুমে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলার মোট ৬৪ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মাঝে বিভিন্ন ক্যাটাগরী ও পয়েন্টের ভিত্তিতে সাধারন পুরুষ্কার ১০ টি ও বিশেষ পুরস্কার ১৪ টি মোট ২৪ জন দাবাড়ু প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।

দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুল মাজেদ চৌধুরী, এ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথিবৃন্দরা হলেন :- জনাব শেখ মনিরুল ইসলাম আলমগীর, নির্বাহী সদস্য বাংলাদেশ দাবা ফেডারেশন। জনাব আবু তাহের, প্রোপাইটার দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট ভদ্রা। জনাব আব্দুল মমিন এর সভাপতিত্বে ও জনাব মাহবুবুর রহমান মিল্টন এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করে ফিদে আর বিটর ইয়াসিন আরাফাত। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মোল্লা ইশতিয়াক আহমেদ দ্বিতীয় স্থান মো: আবুল হোসেন তৃতীয় স্থান সাহা প্রবীর চন্দ্র। বিজয়ীদের কে পুরস্কার হিসেবে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল মাজেদ চৌধুরী বলেন মন্ডল স্পোর্টিং ক্লাব দাবা প্রতিযোগিতার আয়োজন করে এবং ক্লাবের মাধ্যমে খেলার প্রশিক্ষণ দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে দাবা খেলার আগ্রহ তৈরী করছে। দাবা খেলার মান বিশ্ব জুড়ে তবে প্রযুক্তির ব্যবহারে খেলাটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিন্তু মন্ডল স্পোর্টিং ক্লাবের মাধ্যমে সেটা পুন: জীবিত হচ্ছে এটা প্রশংসনীয়। তিনি মন্ডল স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের সুস্বাস্থ্যে দীর্ঘায়ু কামনা করেন। দুইদিন ব্যাপি দাবা প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন ক্লাবের সাধারন সম্পাদক জনাব মোঃ: মাহবুবুর রহমান মিল্টন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে পল্লীবার্তাকে দেওয়া সাক্ষাৎকারে জনাব মিল্টন বলেন ” আমি ছাত্র জীবন থেকেই দাবা খেলায় আগ্রহী কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে ভালো কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। আমি চাই ছাত্র যুবকরা পড়াশোনার পাশাপাশি দাবা খেলায় আগ্রহী হোক কারণ দাবা খেলা আন্তর্জাতিক মানের খেলা এবং আমার ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশে খেলে দেশের সুনাম আমার ক্লাবের সুনাম অর্জন করুক এটাই আমার বড় প্রত্যাশা। উল্লেখ যে মন্ডল স্পোর্টিং ক্লাব নিয়মিত প্রশিক্ষণ সহ বিভিন্ন সময় দাবা প্রতিযোগিতার আয়োজন করে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০