সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

রাজশাহীতে দুইদিন ব্যাপি স্ট্যান্ডর্ড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

রাজশাহীতে দুইদিন ব্যাপি স্ট্যান্ডর্ড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
শুক্রবার ৩ ফেব্রুয়ারী ২০২৩ রাজশাহীতে মন্ডল স্পোর্টিং ক্লাবের আয়োজনে দুই দিন ব্যাপি তৃতীয় স্ট্যান্ডর্ড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আব্দুল মাজেদ চৌধুরী, এ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মনিরুল ইসলাম আলমগীর, নির্বাহী সদস্য, বাংলাদেশ দাবা ফেডারেশন, জনাব আবু তাহের, প্রোপাইটার দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট ভদ্রা। জনাব মোঃ আব্দুল মোমিন সভাপতি দাবা কমিটি মন্ডল স্পোর্টিং ক্লাব।

প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব হানিফ বিন ইসলাম রনি। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ আব্দুল মাজেদ চৌধুরী বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা সমাজ থেকে বিভিন্ন নেশা ও অপরাধ মূলক কাজ থেকে বিরত রাখে। তিনি মন্ডল স্পোর্টিং ক্লাবের উদ্যোগকে ধন্যবাদ জানান এমন সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

দুইদিন ব্যাপি খেলাটি সুইস সিস্টেম পদ্ধতীতে ৬ রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় রাজশাহীর স্থানীয় দাবাড়ু সহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরীতে
১০ টি সাধারন পুরুষ্কার সহ মোট ২৪ টি পুরুষ্কার দেওয়া হবে বিজয়ী খেলোয়াড়দের। প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন ফিদে আর বি টর ইয়ামিন আরাফাত। দাবা প্রতিযোগিতাটি রাজশাহীর এ্যাডঃ আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতাটি সার্বিক তত্ত্বাবধান করেন মন্ডল স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক জনাব মোঃ মাহাবুবুর রহমান মিল্টন। আগামীকাল শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব ও বিজয়ীদের মাঝে পুরুষ্কার হিসেবে প্রাইজমানি ও ক্রেস্ট
প্রদান করা হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০