শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় হাত পায়ের নখ উপরে ফেলে নির্যাতন করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকায় রাজশাহী মহানগরীর বিসিক এলাকার মর্ডান ফুড ইন্ডাস্ট্রিজ এর মালিক আব্দুল্লাহ সহ চারজনকে বোয়ালিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত দুই নির্মাণ শ্রমিকের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)র মর্গে রয়েছে। নিহত দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর সপুরা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে মর্ডান ফুড ইন্ডাস্ট্রিজ এর মালিকের বাসায় রাজমিস্ত্রির কাজ করার জন্য এসেছিলেন এই দুই নির্মন শ্রমিক। বাসায় কাজ করার সময় বাসার মালিকের বাসা থেকে টাকা চুরি সন্দেহ তাদের বেধে পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় হাত পায়ের নখ উপরে ফেলে নির্যাতন করে গুরুতর আহত করে।
এমন খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুই নির্মন শ্রমিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পবা থানাধীন শীলিন্দা এলাকার আব্দুল মালেক এর ছেলে মর্ডান ফুড ইন্ডাস্ট্রিজ এর মালিক আব্দুল্লা ও একই গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে মহিউদ্দিন রিয়াদ,এয়ারপোর্ট থানাধীন বায়া বড়াইপাড়া এলাকার মশাররফ এর ছেলে এমরান ও মনিরুল এর ছেলে মাসুদ।