বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা ইনিস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর করলেন চিফ হুইপ

শেখ হাসিনা ইনিস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর করলেন চিফ হুইপ

পদ্মা সেতুর শিবচর অংশে শেখ হাসিনা ইন্সটিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির (শিফট) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে জেলার শিবচরের কুতুবপুরে ১৫শ কোটি টাকার প্রকল্পটি ভিত্তিপ্রস্তর করা হয়। ৭০.৩৪ একর জমিতে প্রকল্পটির মেয়াদ জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, কাজী নাবিল আহমেদ এমপি, নাহিদ খান এমপি, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন মাদারীপুর জেলার শিবচরে ১৫শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’। দেশের সর্বপ্রথম ফ্রন্টিয়ার প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত ও ডেডিকেটেড একাডেমিক ইন্সটিটিউশন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। ‘জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ভাইয়ের অনুপ্রেরণা এবং তার উদ্যোগে এখানে প্রায় ৭০ একর জায়গায় আমরা ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারলাম।’

তিনি আরও বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এর চারটি মূলস্তম্ভ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, এই প্রকল্পটির গুরুত্ব অনেক বেশি। কারণ আগামী দিনের বাংলাদেশ ডিজিটালের পর এখন স্মার্ট বাংলাদেশ হবে। এই প্রকল্পটি শুধু আমাদের এলাকাই নয় দক্ষিণাঞ্চলসহ সারাদেশেই গুরুত্ব বহন করে। প্রধানমন্ত্রী যখন আমাদের ভিশন দেখায় শুরুতে আমরা বুঝতে পারি না। যখন তিনি পদ্মা সেতুর কথা বলেছিলেন তখন অনেকেই এটা বিশ্বাস করে নাই এই নদীর উপর সেতু হতে পারে। আজ পদ্মা সেতু বাস্তবতা এখন আমরা এটা ব্যবহার করে দক্ষিণাঞ্চলবাসি অর্থনৈতিক মুক্তি পেয়েছি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১