শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
কুড়িগ্রাম সংবাদদাতাঃ
বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
রবিবার (২৯ জানুয়ারী) রংপুর বিএসটিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। উক্ত অভিযানে ব্রেড পণ্যের বিএসটিআইয়ের মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারায় ভূরুঙ্গামারীর বাজার রোডে অবস্থিত মেসার্স আল-আমিন ব্রেড, বিস্কুট এন্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা ও বিএসটিআই হতে ওজন যন্ত্র (ডিজিটাল স্কেল) ভেরিফিকেশন না করে ব্যাবসায়িক উদ্দেশ্যে ব্যাবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৩২(১) ধারা অনুযায়ী থানা রোডের মেসার্স গফুরস ট্রেডিং (রড সিমেন্টের দোকান) কে ২ হাজার টাকা মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা ও অকটেন ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিঃলিঃ কম প্রদান ও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর ক্যালিব্রেশন চার্ট এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও হালনাগাদ না করার অপরাধে জয়মনিরহাটের মেসার্স সাহা ফিলিং স্টেশন ১০ হাজার টাকা জরিমানা সহ মোট ৪ টি মামলা দায়ের করে ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া ও ফিল্ড অফিসার মোঃ ইশতিয়াক আহম্মেদ।
বিএসটিআই, রংপুর বিভাগীয় উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।