শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ভুরুঙ্গামারীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৪ হাজার টাকা জরিমানা

ভুরুঙ্গামারীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৪ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম সংবাদদাতাঃ

বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

রবিবার (২৯ জানুয়ারী) রংপুর বিএসটিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। উক্ত অভিযানে ব্রেড পণ্যের বিএসটিআইয়ের মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারায় ভূরুঙ্গামারীর বাজার রোডে অবস্থিত মেসার্স আল-আমিন ব্রেড, বিস্কুট এন্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা ও বিএসটিআই হতে ওজন যন্ত্র (ডিজিটাল স্কেল) ভেরিফিকেশন না করে ব্যাবসায়িক উদ্দেশ্যে ব্যাবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৩২(১) ধারা অনুযায়ী থানা রোডের মেসার্স গফুরস ট্রেডিং (রড সিমেন্টের দোকান) কে ২ হাজার টাকা মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা ও অকটেন ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিঃলিঃ কম প্রদান ও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর ক্যালিব্রেশন চার্ট এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও হালনাগাদ না করার অপরাধে জয়মনিরহাটের মেসার্স সাহা ফিলিং স্টেশন ১০ হাজার টাকা জরিমানা সহ মোট ৪ টি মামলা দায়ের করে ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া ও ফিল্ড অফিসার মোঃ ইশতিয়াক আহম্মেদ।

বিএসটিআই, রংপুর বিভাগীয় উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০