শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী শহর ব্যানার, গেট, ফেস্টুনে ভরে উঠেছে। আনন্দ উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছে ক্লিন সিটি রাজশাহী। সেই সাথে দেখা গেছে আলিফ নামের এক চা দোকানির হাতে লেখা ওয়ালে ” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন, রাজশাহী উন্নয়নে ভাসছে” এমন লেখনী ফুটিয়ে তুলেছেন।
মোঃ আব্দুল আলিফ (৩৯) রাজশাহী সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের হেতেম খাঁ লিচু বাগান এলাকার মৃত মোঃ মুকবুল হোসেনের ছেলে।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের পূর্ব পার্শ্বে ছোট চায়ের দোকান তাঁর। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাঁর চা দোকানে ভীড় জমান।
সরেজমিনে শনিবার (২৮ জানুয়ারী) দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমনে প্রচারে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। আয় কম ও প্রচারে বের হতে না পারলেও তাঁর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়ালে লেখনী, দোকানে রং করেছন এবং মুখে সব সময় স্লোগান দিচ্ছেন। স্লোগানে বলছেন “আওয়ামী লীগ সরকার বার বার দরকার”, “শেখ হাসিনা আসছে রাজশাহী কাঁপছে, উন্নয়নে ভাসছে”। এমন সব স্লোগানে যেন জানিয়ে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
চা পান করতে আসা মানুষেরা জানান, আলিফ ভাই সবসময় মেয়রের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়গান গাইছে৷ শুনে তাঁদেরও ভালো লাগছে৷ অবশ্যই এটি খুবই আনন্দের। প্রায় পাঁচ বছর পর তিনি আসছেন৷ শুধু আলিফ ভাই নয়, সকলের মনেই আনন্দের জোয়ার বইছে। আলিফ ভাই ছোট চায়ের দোকানি হলেও আনন্দ প্রকাশে কমতি রাখেননি।
চা দোকানি আলিফের কাছে অনুভূতি জানতে চাইলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন রাজশাহীতে দিনব্যাপী সফরে প্রায় ১ হাজার ৩শ’ ১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন বলে জানতে পেরেছি । এছাড়া প্রধানমন্ত্রী আনুমানিক ৩শ’ ৭৬কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে খবরে জানতে পারলাম। তিনি রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাধ্যমে রাজশাহীকে রাজকীয় শহর করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে যাচ্ছেন।
তিনি আরও জানান,বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। বাংলাদেশের জন্মদাতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রূপকার। অন্যদিকে রাজশাহীর ত্রাণ দাতা, বঙ্গবন্ধুর সহচর শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা৷ তাঁর পুত্র, রাজশাহীর উন্নয়নের রূপকার এএইচএম খায়রুজ্জামান লিটন। আমরা গর্বিত রাজশাহীর সর্বস্তরের মানুষ। মা শেখ হাসিনা এসেছেন রাজশাহীতে, আমরা আনন্দিত। এই জনসভা সফলে আমরা একতাবদ্ধ। আমরা সবাই একতাবদ্ধ হয়ে এই সরকারকেই ভোট দিয়ে জয় এনে দেবো।