বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু
তাড়াইল উপজেলার ২২৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার ২৭ জানুয়ারি/২৩ উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হাই, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য একে,এস জামান সম্রাট, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক ভুঁইয়া রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূইয়া আসাদ, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা হলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার যুদ্ধে তারা মুক্তি পাগল দুর্দান্ত সৈনিক। মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজী রেখে যুদ্ধ করেছে। তাদের জন্যই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। আগামী দিনে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরো বলেন, “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” সেই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরিশেষে তিনি মুক্তিযুদ্ধে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন।