শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামে আমন ধান সংগ্রহ অভিযানে অনিশ্চয়তা

কুড়িগ্রামে আমন ধান সংগ্রহ অভিযানে অনিশ্চয়তা

কুড়িগ্রাম সংবাদদাতাঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমন ধান সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঢাকঢোল পিটিয়ে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করলেও এখন পর্যন্ত এক ছটাক ধানও কিনতে পারেনি উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ। ফলে সংগ্রহ অভিযানের সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

উপজেলা খাদ্য গুদাম সূত্র জানায়, ২০২২-২০২৩ অর্থবছরে ৬২৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ। সে অনুযায়ী গত ১১ নভেম্বর থেকে সরকার নির্ধারিত ২৮ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি সংগ্রহ অভিযানের মেয়াদ শেষ হবে। কিন্ত সংগ্রহ অভিযান শুরুর দুই মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেননি তারা। ফলে সংগ্রহ অভিযানের সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুল হক বলেন, সরকার ঘোষিত মূল্যের চেয়ে বাজারে আমন ধানের মূল্য বেশি। তাই কৃষকরা গুদামে ধান না দিয়ে বাজারে বিক্রি করছেন। ফলে আমন ধান সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেলোয়ার হোসেন সরকার বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সরকারি মূল্যের চেয়ে স্থানীয় বাজারগুলোতে ধানের মূল্য বেশি থাকায় কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রি করছেন না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস জানান, সরকারি মূল্যের ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০