বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ৬,৭,ও ৮ নং ওয়ার্ডের অসহায়, হত-দরিদ্র ও শীতার্থদের মাঝে কম্বল ও সুয়েটার বিতরন করা হয়েছে।
আজ বিকাল ৩ টায় ডি,কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ হল রুমে বসে এক মুঠো স্বপ্ন পরিবারের এডমিন কম্বল ও সুয়েটার বিতরন করেন ।
জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার গনমুক্তি পত্রিকার প্রতিনিধি ও দৈনিক তালাশ টাইমস এ’র স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন এক মুঠো স্বপ্ন পরিবার থেকে পাওয়া কম্বল ও সুয়েটার ডি,কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ হল রুমে বসে ৬ ৭,ও ৮ নং ওয়ার্ডের শীতার্ত, অসহায়,ও হত-দরিদ্রদের মাঝে বিতরন করেন।
আজকের এই কম্বল ও সুয়েটার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক মুঠো স্বপ্ন পরিবারের এডমিন সাদ্দাম হোসেন, উপস্থিত ছিলেন স্বদেশ বিচিত্রার সাংবাদিক কাজী নাফিজ ফুয়াদ, উপস্থিত ছিলেন শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের ডাসার ইউনিয়ন শাখার সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সহ আরো এলাকার মান্যগণ্য ব্যাক্তি।
বিতরণ কালে সাদ্দাম হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ২০১৮ সালে আরমান খান
“এক মুঠো স্বপ্ন” পরিবারটি প্রতিষ্ঠিত
করেন, রিনি আক্তার লিপি ও পরিচালনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে গ্রুপটি অনেক বড় পরিবারে পরিনত হয়।
অসহায়, হত-দরিদ্রদের কথা চিন্তা করে
আরমান খান,রিনি আক্তার লিপি ও শাহিদ মালেক শীতার্তদের মানবিক সাহায্য ও সহযোগিতার অংশ হিসেবে শীতবস্ত্র কম্বল ও সুয়েটার বিতরন করেন।আপনারা সবাই এক মুঠো স্বপ্ন পরিবারের জন্য দোয়া করবেন। আগামীতে যাতে আরো বড় আয়োজন করে অসহায়ের পাশে থাকতে পারি।
শীতবস্ত্র প্রদান করা হয় -মেহেদী হাসান (১২), শুনীল বাড়ৈ (৫৫)
সাফিয়া বেগম(৬০),হাফিজা মাতুব্বর (৪৫),
গনেশ তালুকদার (৬২),ইসহাক মোল্লা (৫৫)
হোসনেয়ারা(৫০),সন্তোষ বিশ্বাস (৪৪),সবিতা বাড়ৈ(৩৮),সুভাষ রায়(১৭),সন্দিপ বাড়ৈ (২২)
ঝন্টু বাড়ৈ (২৬),হায়াতন(৬০),আয়নাল মোল্লা(৪০),শাওন মজুমদার (১৮),হানিফ বেপারি (৩৮),খলিল (৩২) চুন্নু বেপারী (৩৪)আবুল ঘরামি (৪৫)আমজেদ শেখ(৫০) সহ সর্বমোট ৩৫ জনকে শীতবস্ত্র বিতরন করা হয়।শীতবস্ত্র পাওয়ারা বলেন আমরা খুবই খুশি হয়েছি।