শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

দোহারে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গনশুনানী অনুষ্ঠিত

দোহারে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গনশুনানী অনুষ্ঠিত

দোহার-নবাবগন্জঃ

ভূমি সেবা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ-ভোগান্তীর খবর শোনা গেলেও সম্পূর্ন ব্যতিক্রমধর্মী দোহারের সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান। তার নানামুখী পদক্ষেপের ফলে ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে দোহার উপজেলা ভূমি অফিস একটি জনবান্ধব ভূমি অফিসে পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে সহকারী কমিশনার (ভূমি) নিজ অফিস ছেড়ে অফিসের সামনে বৈঠক খানায় নিয়মিত গণশুনানি করেন।

সেবা নিতে আসা অনেকেই বলেন, এসিল্যান্ড সাহেব অনেক ভালো মানুষ। যদিও আমার কাজটা আজকে হয় নাই। কারন আমার আবেদনে ভুল ছিল। তিনি সব কথা শুনলেন এবং পরামর্শ দিলেন। খুব ভালো লাগছে। উনার জন্য আল্লাহর নিকট দোয়া করছি।

সেবাপ্রার্থীরা জানান, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) এস,এম,মুস্তাফিজুর রহমান আসার পর থেকে মানুষের দোড়গোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে তিনি কাজ করে যাচ্ছেন। যেকোনও মানুষ যেকোনও সময় সহকারী কমিশনার (ভূমি) এর সাথে কথা বলতে পারছেন। সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সেবা ও আচরণে আমরা অত্যন্ত সন্তুষ্ট। দিন বদলের প্রকৃষ্ট উদাহরণ তিনি।

সরজমিনে দেখা যায়, বিভিন্ন সময় সহকারী কমিশনার (ভূমি)
মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ হাসপাতাল ও ক্লিনিক, অপরিছন্ন হোটেল এবং সরকারী খাল দখলসহ বালু খেকো ড্রেজার ব্যাবসায়ের সাথে অভিযুক্তদের দণ্ড দিয়েছেন। এগুলো বন্ধে নিচ্ছেন নানা মুখী পদক্ষেপ।

সহকারী কমিশনার (ভূমি) এস,এম, মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকা জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমাদের অফিসে আসা সকলের জন্য জনবান্ধব জনসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একজন মানুষও যাতে ভোগান্তির স্বীকার না হয় সেজন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। তবে আইনগত কারণে বিভিন্ন সময় সকল মানুষকে সকল সেবা প্রদান করা সম্ভব হয় না। তারপরও আমরা সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিতে।
সরকারী সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া, মানুষের হয়রানিমুক্ত সেবা প্রদান,ডিজিটাল সেবা সমুহ সম্পর্কে জনগনকে অবহিত করা সহ অবৈধ হাসপাতাল ও ক্লিনিক, অপরিছন্ন হোটেল প্রতারকদের সহ মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০