শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে কারিকুলাম ডিসেমিনেশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে বিষয় ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ বিষয়ক উপেজেলা পর্যায়ে ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) বিকালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে বিষয় ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ বিষয়ক উপেজেলা পর্যায়ে ৫ দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন প্রধান অতিথি বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি খায়রুল আলম রাজু।
এসময় বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও
মাধ্যমিক পর্যায়ে বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণের কোর্স-কোয়াডিনেটর নুর আলম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, সুপার আব্দুল আউয়াল, ডিজিটাল টেকনোলজি বিষয়ের মাষ্টার ট্রেইনার মিজানুর রহমান মিজান, শ্যামল চন্দ্র সরকার, আশরাফুল আলম, বাংলা বিষয়ের মাষ্টার ট্রেইনার আঞ্জুমান আরা মিলি সহ সকল প্রশিক্ষণার্থী (ট্রেনিস) শিক্ষকমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি খায়রুল আলম রাজু বলেন, শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্হিঃবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের উন্নিত করা লক্ষ্য আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আপনার প্রশিক্ষণ গ্রহণ করে নিজনিজ বিদ্যালয়ে গিয়ে কারিকুলাম বাস্তবায়নে অগ্রণী ভুমিকা রাখবেন। তাহলেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম, বর্ণ নির্বিশেষে, ক্ষুধা-দারিদ্র মুক্ত, শিক্ষিত ও ড়িজিটাল স্মার্ট সোনার বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।