মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দৌলতপুরে ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য

দৌলতপুরে ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য

রনি আহমেদঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক শূন্য। এসকল প্রাথমিক বিদ্যালয় গুলো সহকারী শিক্ষক দিয়েই চলছে বছরের পর বছর।
তথ্যমতে জানাযায়, উপজেলায় মোট ২১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যার মধ্যে ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে গতকয়েক বছর ধরে প্রধান শিক্ষক শূন্য অবস্থায় স্কুল কার্য্যক্রম চলছে।

এই উপজেলাতে নাসির উদ্দিন বিশ্বাস কল্যান ট্রাষ্টের ১৪টি ইউনিয়নে একাধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে সরকারি করনও হয়েছে। যার মধ্যে ১৪টি স্কুলে প্রধান শিক্ষক শূন্য। এদিকে নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরাগীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুল্লুক চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোড়ার দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোদালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উনপঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয় গুলোতে শিক্ষা কার্য্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

প্রধান শিক্ষক নাথাকা প্রাথমিক বিদ্যালয় গুলোতে পড়াশোনা করা ছাত্র/ছাত্রীদের অভিভাকদের সাথে কথা বললে প্রায় সকল অভিভাবক একই বক্তব্য দেন যে, একটি বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষক নাথাকে তাহলে ঔ বিদ্যালয়ে কোনদিন শিক্ষার মান উন্নয়ন হবেনা বলে জানান তারা।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা জানান, বিষয়টি আমি লিখিতভাবে অধিদপ্তরে জানিয়েছি। ইতিমধ্যে নতুনভাবে শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার। সেখান থেকে অনেকাংশেই সমস্যাটি সমাধান হবে বলে তিনি জানান।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১