শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
ক্যাশলেস সেবা স্মার্ট বাংলাদেশ স্মার্ট উদ্যোগ জনসেবায় জনপ্রশাসন এই মূলমন্ত্রকে সামনে রেখে ক্যাশলেস সেবা কার্যক্রমে দেশের প্রথম ইউনিয়ন পরিষদ হিসেবে তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়ন পরিষদকে বেছে নিয়েছে সরকার। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ মাঠে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব হারুন অর রশিদ। অনুষ্ঠানে ক্যাশলেস সেবা কার্যক্রম বিষয়ে বিষদ আলোচনা করেন অত্র অনুষ্ঠানের রুপকার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন, তেঁতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমূখ।এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের অনলাইন সেবা কার্যক্রমের মধ্যে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স সহ প্রায় ২০ প্রকার ডিজিটাল সেবা ইউনিয়ন পরিষদে জনগণকে দিয়ে থাকে।