সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইলে শীতবস্ত্র বিতরণ করেছেন, ‘কলোমা মুসাফির কল্যাণ ফাউন্ডেশন’। ৪ জানুয়ারি ২০২৩ রোজ বুধবার কলোমা গ্রামের ২০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নতুন উদ্যোগ নিয়েছেন কলোমা গ্রামের আতিকুর রহমান। প্রতিষ্ঠা করেছেন ‘কলোমা মুসাফির কল্যাণ ফাউন্ডেশন’ নামের সংগঠন। স্লোগান দিয়েছেন ‘নিজেকে ভালোবাসলেই, দেশকে ভালোবাসা যায়’।
স্বপ্নের এ উদ্যোগের মাধ্যমে নিজের জন্মভিটা গ্রামকে মনের মতো করে সাজাতে চান আতিকুর রহমান। তাদের কলোমা গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে তৈরি করতে চান। আপাতত এর প্রাথমিক কার্যক্রম চলছে। এমনটাই জানিয়েছেন তিনি।
এরই মধ্যে বেশ কিছু কর্মসূচি পালিত হয়েছে ‘কলোমা মুসাফির কল্যাণ ফাউন্ডেশন’ সংগঠনের পক্ষ থেকে। ২০ টি দরিদ্র পরিবারের মাঝে শীতবন্ত্র বিতরণ করেছেন ‘কলোমা মুসাফির কল্যাণ ফাউন্ডেশন’। সংগঠনের উদ্যোগতা ও সদস্যরা দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেন। এই শীতবস্ত্র এলাকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগ্রহ করা সম্ভব হয়েছে। এবারের শীতবস্ত্র হিসেবে ছিল, কম্বল, চাদর, সোয়েটার ও জ্যাকেট।
এ ব্যাপারে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা একটি আদর্শ, সুখী সমৃদ্ধ গ্রাম হিসেবে দেখতে চাই আমাদের প্রিয় জন্মভিটাকে। সবাইকে নিয়ে আমি বেশ কিছু স্বপ্ন লালন করে ‘কলোমা মুসাফির কল্যাণ ফাউন্ডেশন’ সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। স্বপ্ন আসলে এ গ্রামের সবার। আমরা সবাই মিলেই চেষ্টা করবো একে অপরের পাশে থাকতে।