শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে রবিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ইংরেজি নববর্ষের প্রথম দিনে উপজেলা যুব কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০২৩ এর শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুল কালাম আজাদ বকুল, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার মুক্তা, প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সিনিয়র ও শিক্ষক প্রতিনিধি আলহাজ্ব আবু শাহাদাত মোঃ মুছা, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি আঞ্জুমান আরা বেগম মিলি, সিনিয়র শিক্ষক এমদাদুল হক, বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।
একই সময়ে বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু এবং বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ।
এছাড়াও একই সময়ে উপজেলার হাবিবপুর উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, শিবপুর উচ্চ বিদ্যালয়, কাটলা উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মূখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।