শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ
আর্ত মানবতার সেবায় নিয়োজিত মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর অর্থায়নে আজ বৃহস্পতিবার বিকালে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন মসজিদে কোরআন শরীফ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিএম রাজিব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী অফিসার (ভূমি)মোঃ কায়েচুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা বি এম আসাদুজ্জামান, সংগঠনের সাধারন সম্পাদক সজীব খানসহ অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে সংগঠনের উপদেষ্টা ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন বেপারী বলেন, স্থানীয় যুবকদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমাদের এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়ে বেশ কয়েক বছর ধরে সুনামের সাথে কাজ করে আসছে। এবার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ২৫’শ মানুষের মাঝে শীতবস্ত্র, চারটি হুইল চেয়ার ও বিভিন্ন মসজিদে একশত জেল পবিত্র কোরআন শরীফ বিতরন করেছি এছাড়াও বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।