শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
‘ক্যারি অন’ পদ্ধতি বহাল ও এমবিবিএস পরীক্ষায় সিজিপিএ বাতিলের দাবিতে কলেজ ক্যাম্পাস ও রাজশাহী মেডিকেল কলেজ এলাকায় বিক্ষোভ করেছে রাজশাহী মেডিকেল কলেজের ৬৩ এমবিবিএস এবং ৩৩ বিডিএস বর্ষের শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনের সড়কে মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা সিজিপিএ বাতিল এবং ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল রাখার দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ‘ক্যারি অন’ হলো ফেল করার পরও পরের বর্ষে ক্লাস করতে পারা। এই পদ্ধতি এই বছর থেকে বাতিল করা হয়েছে। এ কারণে ফেল করা অনেক শিক্ষার্থীরা তাঁদের সেশনের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করতে পারবে না। তাদের জুনিয়রদের সঙ্গে ক্লাস করতে হবে এবং পরীক্ষাও দিতে হবে। এটি এ বছর থেকে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হবে।
শিক্ষার্থীরা বলেন, ‘এমবিবিএস পরীক্ষায় কখনো সিজিপিএ ছিল না। এ পদ্ধতিতে একজন ডাক্তার হয়েও সমাজে ছোট হতে হবে। আমাদের দাবি—আগে যেমন ক্যারি অন পদ্ধতি ছিল তা বহাল করা এবং সিজিপিএ বাতিল করতে হবে। আর তা না হলে সারা দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গোড়ে তুলে তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য করবে।’