মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মারপিঠে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মানসিক প্রতিবন্ধী জয়দেব

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মারপিঠে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মানসিক প্রতিবন্ধী জয়দেব।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতাঃ

খুলনার পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিঠে মানসিক প্রতিবন্ধী জয়দেব নামে একজন হাসপাতালে মৃত্যুরসাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি উপজেলার মঠবাটি গ্রামে গত (২৫ ডিসেম্বর) রবিবার গভীর রাতে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার মঠবাটি গ্রামের সঞ্জীব সরকারের পুত্র মানসিক প্রতিবন্ধী জয়দেব এর সাথে একই গ্রামের পরমানন্দ ঢালীর পুত্র দ্বীপ ঢালীর দীর্ঘ দিন বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। দ্বীপ প্রায় জয়দেব এর বাড়িতে আসা যাওয়া করত যা জয়দেব পছন্দ করত না।

এক পর্যায়ে দ্বীপকে তাদের বাড়িতে আসতে নিষেধ করলে দ্বীপ ক্ষিপ্ত হয়ে যায় এবং জয়দেবকে সায়েস্তা করার জন্য সুযোগ খুঁজতে থাকে। তারই ধারা বাহিকতায় রবিবার গভীর রাতে দ্বীপ লোহার রড লাঠি শোটা নিয়ে জয়দেবের বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে মারপিট শুরু করে। জয়দেব জীবন বাঁচাতে চিৎকার করতে করতে পার্শ্ববর্তী অনিল, শৈলেন্দ্রদের বাড়িতে আশ্রয় নিলেও রেহায় পায়নি। দ্বীপ সেখানে যেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে জয়দেবকে জখম অবস্থায় ফেলে রেখে চলে আসে।হতভাগা জয়দেব সারা রাত ঠান্ডায় অনিলদের উঠানে ফেলানো থাকে।

পরবর্তী দিন সকালে অনিলরা জয়দেবকে আহত অবস্থায় দেখে তার কাকা সঞ্চয় সহ সকলকে সংবাদ দিলে তারা জয়দেব কে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। জয়দেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার কাকা বাদী হয়ে দ্বীপ সহ অজ্ঞাত ৪/৫ জনের নামে অভিযোগ দায়ের করেছে। ওসি জিয়াউর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১