মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালসের পরিচালনা পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগামী রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিটির ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (প্রথম প্রান্তিক) সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে প্রকাশ করবে কোম্পানিটি।
আগের হিসাব বছরের এক সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান ছিল ০.২১ টাকা।