বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

রূপচর্চায় দারুচিনি

রূপচর্চায় দারুচিনি

প্রাচীনকাল থেকে রান্নার স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধিতে মসলা হিসেবে দারুচিনি ব্যবহার করা হয়। ঝাঁঝালো এ মসলা শুধু রান্নায়ই নয়, বরং রূপচর্চায়ও এর জুড়ি নেই। এটি অ্যান্টি–অক্সিডেন্ট, প্রোটিন, ফ্যাট, পটাশিয়াম, সোডিয়াম ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ, যা ব্রণ দূর করা থেকে শুরু করে পায়ের যত্নে ব্যবহার করা হয়। তাই ত্বককে সুস্থ ও সতেজ রাখতে দারুচিনির গুণাগুণ ও প্রয়োগ জেনে নেওয়া প্রয়োজন।

রূপচর্চায় দারুচিনি

দারুচিনিতে বিদ্যমান অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের উপকারে আসবে। ব্রণের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী, দারুচিনি তা নির্মূল করতে সাহায্য করে। এ ছাড়া ব্রণ থেকে পরিত্রাণ পেতে দারুচিনির মাস্ক মুখে লাগালে বেশ উপকার পাওয়া যায়। এ পদ্ধতিতে এক চা–চামচ দারুচিনিতে তিন টেবিল চামচ মধু মিশিয়ে বাড়িতে এ মাস্ক প্রস্তুত করা যায়। এরপর এটি ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকের লাল আভা দূর করে স্বাভাবিক আর্দ্রতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে।

তা ছাড়া দারুচিনিতে ত্বক উজ্জ্বল করার উপাদান রয়েছে; যা ব্রণের দাগ, মেচতা কিংবা অন্য কোনো কালো দাগ দূর করে আপনার ত্বককে করে তুলবে দীপ্তিময়।
অবিশ্বাস্য হলেও সত্য যে দারুচিনির গুঁড়া ফেসপাউডারের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। এ জন্য দুই টেবিল চামচ দারুচিনির গুঁড়া এবং তিন চা–চামচ কর্নস্টার্চ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে পাঁচ ফোঁটা বাদাম তেল মেশালেই তৈরি হয়ে যাবে ফেসপাউডার।

রূপচর্চায় দারুচিনি

আবার স্ক্রাব হিসেবেও এটি অনন্য। এ জন্য দুই টেবিল চামচ অলিভ অয়েল, এক চা–চামচ দারুচিনির গুঁড়া, এক টেবিল চামচ চিনি একসঙ্গে মেশাতে হবে। এরপর ত্বকে চক্রাকারে ম্যাসেজ করতে হবে। পাঁচ মিনিট ম্যাসেজ করে ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে।

এর উপকারী উপাদানের জন্য পায়ের ত্বকের যত্নেও এটি ব্যবহার করা হয়। এক কাপ কুসুম গরম পানিতে পাঁচ ফোঁটা লেবুর রস, এক চা–চামচ মধু, পাঁচ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল এবং এক টেবিল চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে তাতে দুই পা ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ত্বক নরম হয়ে এলে ঘষে মৃত ত্বক সহজেই পরিষ্কার করে ফেলা যায়।

রূপচর্চায় দারুচিনি

আবার মাথার তালু পরিষ্কার করতেও এর জুড়ি নেই। এ পদ্ধতিতে অল্প আঁচে দুই টেবিল চামচ অলিভ অয়েল গরম করে নিতে হবে। তারপর তা ঠান্ডা হয়ে এলে এক চা–চামচ দারুচিনির গুঁড়া, ১০ ফোঁটা গ্রেপ সিড অয়েল ও ১০ ফোঁটা বাদাম তেল মিশিয়ে নিতে হবে। পরে কুসুম গরম হয়ে এলে এটি মাথার তালুতে ১৫ মিনিট ম্যাসাজ করে লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে বেশ উপকার পাওয়া যায়। তাই ত্বককে সুস্থ ও সতেজ রাখতে হলে সঠিক উপায়ে দারুচিনি ব্যবহার করতে হবে।

ছবি: পেকজেলসডটকম

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১