শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ
যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় বিদ্যাপীঠ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
এসময় জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের পর জেল হত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপাচার্য জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু জাতীয় চার নেতার খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা এবং জেল হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচিত করার আহ্বান জানান।