বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ভারতের ফেক ফিল্ডিং, ৫ রান পেতে পারত বাংলাদেশ!

বাংলাদেশের ইনিংসে ফেক ফিল্ডিং করেছিল ভারত? নুরুল হাসান সোহান তো সেই দাবিই করেছেন। হারের পর হতাশাই ঝরেছে এই উইকেটরক্ষকের কণ্ঠে। ভারত ফেক ফিল্ডিং করে থাকলে নিয়ম অনুযায়ী টাইগারদের ৫ রান পাওনা ছিল। যে ম্যাচে বাংলাদেশ হেরেছেও এই ৫ রানের ব্যবধানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক ফিল্ডিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, বাংলাদেশের ইনিংসের তখন সপ্তম ওভার চলে। অক্ষর প্যাটেলের দ্বিতীয় বলটি থার্ডম্যান অঞ্চলে পাঠিয়ে দুই রানের জন্য দৌড়ান লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। থার্ডম্যান অঞ্চল থেকে ওই বলটি উইকেটকিপারের দিকে থ্রো করেন আর্শদীপ সিং। ওই বল না ধরেই ছায়া ফিল্ডিং করেন বিরাট কোহলি। যা ক্রিকেটের নিয়মবিরুদ্ধ।

এ বিষয়টি নাকি তৎক্ষণাত আম্পায়ারদের অবহিতও করেন ক্রিজে থাকা দুই ব্যাটার লিটন ও শান্ত। কিন্তু আম্পায়াররা জানান, সেটি তাদের নজরে পড়েনি। তবে নজরে আসলে এবং সত্যিকার অর্থে ফেক ফিল্ডিং হয়ে থাকলে ৫ রান পেত বাংলাদেশ। যেখানে পরে বৃষ্টি আইনে লক্ষ্য তাড়া করতে নেমেও একই ব্যবধানে হেরেছে টাইগাররা।

বৃষ্টির আগে ৭ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৬ রান। দীর্ঘক্ষণ পর বৃষ্টি থামলে আবার খেলা মাঠে গড়ায়। ফলে ১৮৫’র পরিবর্তে ১৬ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫১। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। লিটন কুমার ৬০, নুরুল হাসান ২৫, নাজমুল হোসেন শান্ত ২১, সাকিব ১৩ ও তাসকিন আহমেদ ১২ রান করেন।

এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। দলের হয়ে বিরাট কোহলি ৬৪, লোকেশ রাহুল ৫০ ও সূর্যকুমার যাদব ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৩টি ও সাকিব ২টি উইকেট নেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১