শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কাঞ্চনজঙ্ঘা প্রাকৃতিক সৌন্দর্য মেলে দিয়েছে উপভোগ করতে ভীড় বাড়ছে পর্যটকদের

কাঞ্চনজঙ্ঘা প্রাকৃতিক সৌন্দর্য মেলে দিয়েছে উপভোগ করতে ভীড় বাড়ছে পর্যটকদের

তেঁতুলিয় (পঞ্চগড়) প্রতিনিধিঃ

কাঞ্চনজঙ্ঘা তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য মেলে দিয়েছে উত্তর আকাশে পর্যটকদে ভীড় বাড়ছে তেঁতুলিয়ায়। ভৌগোলিক অবস্থান আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেশের মানচিত্রের প্রথম স্থান তেঁতুলিয়া উপজেলা। এছাড়াও জেলায় আরো রয়েছে ঐতিহাসিক মহারাজার দিঘী, মুঘল আমলে নির্মিত মির্জাপুর শাহী মসজিদ, দক্ষিণ এশিয়ার একমাত্র রকস মিউজিয়াম আর সমতলে চা চাষের পাশাপাশি প্রতিবেশি দেশ নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখার সুযোগ আর নৈস্বর্গিক রূপবৈচিত্র‍্যের কারণে পঞ্চগড়ে পর্যটকদের ভীড় বাড়তে শুরু করেছে।

দেশের সর্ব উত্তরের প্রবেশ দাঁড় তেঁতুলিয়া। ভৌগলিক বৈশিষ্ট‍্যের কারণে জেলার ঋতু বৈচিত্র্যও ভিন্ন রকম। অক্টোবরের শেষে সময় থেকে মার্চ মাস পর্যন্ত হিমেল হাওয়ার সাথে শীত আর ঘনকুয়াশায় ঢেকে থাকে গোটা উপজেলা। একই কারণে দীর্ঘসময় শীতল আবহওয়া বিরাজ করে গোটা জেলায়। দেশের একমাত্র সমতল ভূমিতে চা চাষ আর ঐতিহাসিক স্মৃতি বিজরিত স্থাপত্য শিল্প দেখতে এসময়টাতে পর্যটকদের উপস্থিতি বাড়ছে। এছাড়া শীতকালীন সময় প্রতিবেশি দেশ নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা চায়ের চুমুকে দেশের মাটি থেকে দেখার সুযোগ পর্যটকদের বাড়তি আকর্ষন করছে। সূর্যের আলোর সাথে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আগত পর্যটকদের মুগ্ধ করছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা বলছেন, দেশের অভ‍্যন্তরেই নৈস্বর্গিক প্রাকৃতিক সৌন্দর্য এতো চমৎকার তা কখনও কল্পনা করেনি। পুরোনো স্থাপত‍্য শিল্পের সাথে চায়ের সবুজ প্রকৃতি তাদের মুগ্ধ করছে। পর্যটকদের আবাসিক সুবিধাসহ সরকারি সুযোগ সুবিধা গুলোকে কাজে লাগাতে পারলে পর্যটন খাত লাভজনক হতে পারে টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো: সিরাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ প্রয়োজনীয় সহায়তা করছে বলে জানান তিনি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে মেঘ বা কুয়াশামুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রুপ স্পষ্ট দেখা যায়। এবার সেপ্টেম্বরে সময়ের জন্য মাঝে মধ্যে উঁকি দিয়েছিল। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে পরিস্কারভাবে কাঞ্চনজঙ্ঘা তার স্বমহিমায় উজ্জীবিত হয়ে দেখা দিচ্ছে। আকাশ পরিস্কার সাপেক্ষে নভেম্বর পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা তার রুপলাবণ্য পর্যটকদের জন্য মেলে ধরবে।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, পর্যটকদের নিরাপত্তা, আবাসিক সুবিধাসহ সার্বিক বিষয়ে সেবা নিশ্চত করছে উপজেলা প্রশাসন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০