বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

টুইট চিফ এলন মাস্ক, তাহলে কি বন্ধ হতেযাচ্ছে টুইটার ?

টুইট চিফ এলন মাস্ক, তাহলে কি বন্ধ হতেযাচ্ছে টুইটার ?

অবশেষে টুইটার তার দখলেই এল। দীর্ঘ টানাপোড়েনের পর ইলন মাস্ক কিনে ফেললেন টুইটার। বৃহস্পতিবার বিকাল থেকেই টুইটারের দায়িত্ব নিয়েছেন তিনি। গত কয়েক মাস ধরে টুইটার কেনা নিয়ে রীতিমত টানাপোড়েন চলছিল ইলন মাস্কের সঙ্গে। ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন তিনি। প্রথমে নিজেই টুইটারে সেকথা জানিয়েছিলেন। কিন্তু তারপর জানা যায় টুইটার বন্ধ করার পরিকল্পনা নিয়েই জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া সাইটটি কিনেছেন তিনি। যদিও মার্কিন ধনকুবের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।

টুইটারের দায়িত্ব নিয়েই একের পর এক পদক্ষেপ নিয়েছেন মাস্ক। সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়েছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে। এমনকী টুইটারের ফিনান্সিয়াল সিইও নেড সেগালকেও বরখাস্ত করেছেন ইলন মাস্ক। তাদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন টুইটারের নতুন মালিক। তাদের সান ফ্রান্সিস্কোর অফিসিয়াল হেডকোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে।

ইলন মাস্কের বিরুদ্ধে টুইটার বন্ধ করে দেওয়ার চক্রান্তের অভিযোগ উঠেছিল। শোনা যাচ্ছিল তিনি টুইটার কিনে এই মাইক্রো ব্লগিং সাইটকে বন্ধ করে দিতে চাইছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি। টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই নিজে টুইট করে টুইট চিফ বলে মন্তব্য লিখেছেন এলন মাস্ক। সেই সঙ্গে টুইটারের হেড কোয়ার্টারে ঢোকার একটা ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ইলন মাস্ক টুইটার কেনার জল্পনা শুরু হতেই শুরু হয়েছিল নতুন জল্পনা। বন্ধ হয়ে যাবে টুইটার। টুইটারকে ডুবন্ত জাহাজ বলে কটাক্ষ করতে শুরু করেছিলেন সকলে তারপরেই শুরু হয় জল্পনা। তাদের তীব্র নিশানা করে ইলন মাস্ক বলেছিলেন তিনি সেই ডুবন্ত ডাহাজেই চড়তে চান। তিনিও সেই ডুবন্ত জাহাতে চড়ে ডুবতে চান। যদিও এলন মাস্ক দাবি করেছেন তাকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তার সহযোদ্ধারা।

সূত্র: ইউকে স্ট্যান্ডার্ড, বিবিসি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০