রবিবার, ৪ মে ২০২৫

রাজশাহীতে শেখ রাসেলের জন্মদিন পালন

রাজশাহীতে শেখ রাসেলের জন্মদিন পালন

হুমায়ুন কবীর, রাজশাহীঃ

রাসিকের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন। মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিশুদের নিয়ে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ১০ টার দিকে সিটি কর্পোরেশনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে র‌্যালি শোভা যাত্রার মাধ্যমে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনে ১৯ নং ওয়ার্ড কাউন্সলির তৌহিদুল হক সুমন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাাসেল জামানসহ অন্যান্য কাউন্সিলর ও রাসিকের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।

বিশিষ্ট দার্শনীক বার্নাড রাসেল ছিলেন বঙ্গবন্ধুর পছন্দের ব্যাক্তি তার লিখা বই ছিলো বঙ্গবন্ধুর প্রিয়। অবসর সময়ে বার্নাড রাসেলের বই পড়তেন এবং বঙ্গমাতাকে পড়ে শোনাতেন। সেই পছন্দের ব্যাক্তির নামের সাথে মিলিয়ে নাম রেখেছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের।

 

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১