মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

করোনার পর নতুন প্রাণঘাতক ইবোলো, উগান্ডায় চলছে লকডাউন

ইবোলো

উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি শনিবার (১৫ অক্টোবর) ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল দুটি জেলায় লকডাউন আরোপ করেছেন। এতে ভ্রমণ নিষিদ্ধ, রাতের কারফিউ আদেশ এবং পাবলিক স্থানগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০ সেপ্টেম্বর প্রথম প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে মারাত্মক ভাইরাস হেমোরেজিক জ্বরে এ পযর্ন্ত ১৯ জন মারা গেছে এবং ৫৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, প্রাদুর্ভাবটি মুবেন্দে এবং কাসান্দার জেলাগুলিতে কেন্দ্রীভূত এবং টেস্টে এক দম্পতির পজিটিভ পাওয়া সত্ত্বেও ১৫ লাখ লোকের বসবাসকারী রাজধানী কাম্পালায় ইবোলা ছড়িয়ে পড়েনি।

এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট মুসেভেনি শনিবার মুবেন্দে এবং কাসান্ডাতে অবিলম্বে লকডাউনের নির্দেশ দেন, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি, ভ্রমণ নিষিদ্ধ এবং বাজার, বার এবং গির্জা ২১ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

গেরিলা নেতা থেকে প্রেসিডেন্ট হয়ে ১৯৮৬ সাল থেকে উগান্ডা শাসনকারী প্রেসিডেন্ট মুসেভেনি বলেছেন, ‘আমি এখন নিম্নোক্তভাবে নির্দেশ দিচ্ছি, মুবেন্দে এবং কাসান্ডা জেলায় এখন চলাফেরা নিষিদ্ধ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১