শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধিঃ
১২ রবিউল আউয়াল বিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মৌলভীবাজারে উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ অক্টোবর) দুপুরে শহরে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) দরগাহ শরীফ এর আয়োজনে র্যালিতে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি,জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিছবাউর রহমান,জেলা বিএনপির ১ম যুগ্ন সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলামসহ সর্বস্থরের মানুষ অংশ গ্রহন করেন।
মিলাদুন্নবী (সা.) সমগ্র মানবজাতির শিরোমণি মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ। ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল শেষ নবি হজরত মুহাম্মদ (সা.) মা আমিনার কোলে জন্ম নেন।
৬৩২ খ্রিষ্টাব্দের এ দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। বিশ্বের মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসাবে পালন করেন।
এদিন বাংলাদেশে রাষ্ট্রীয় ছুটি থাকে।