মঙ্গলবার, ৬ মে ২০২৫

বাবাকে শ্বাসরোধ করে হত্যার পুত্র সহ ৪ আসামিকে গ্রেপ্তার

বাবাকে শ্বাসরোধ করে হত্যার পুত্র সহ ৪ আসামিকে গ্রেপ্তার pallibarta

গাইবান্ধার সাদুল্লাপুরে বৈষ্ঞব দাস গ্রামে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে মোঃ জাহিদুল ইসলাম অন্যদের সঙ্গে মিলেতার বাবা সেকন্দোর আলী হত্যা করেছেন।পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনর(পিবিআই ) তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে

মঙ্গলবার (৬সেপ্টেম্বর ) দুপুরে গাইবান্ধা পিবিআইয়ের পুলিশ সুপার এআরএম আলিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আর বলেন জমি নিয়ে বিরািধের কারনে প্রতিপক্ষ পাঁচ প্রতিবেশীর বিরুদে মামলা করেন জাহিদুল ইসলাম ।

সে সময় তিনি প্রতিপক্ষের বিরুদ্বে হত্যার হুমকিরও অভিযোগ করেন। ২০১৮ সালের ৪ মে সকালে বাধী জাহিদুল ইসলামের বাবা মোঃ সেকন্দোর আলী বাদশা বাড়ির পাশে খুন হন। পরবর্তীতে পিবিআই তদন্তে করে জানতে পারে এ ঘটনার সংঙ্গে পাাঁচ প্রতিবেশী নয়, তার নিজের ছেলে জাহিদুল এবং একই এলাকার মোঃ জামাত আলী, মোঃ আব্দুল মান্নফ ও মোঃ আবদুল আজিজ জড়িত ।

পিবিআইয়ের জিঞ্জাসাবাদে গ্রেপ্তার মোঃ জামানত আলী বিষয়টি স্বীকার করেন। চলতি বছরের ৪ সেপ্টম্বর তিনি আদালোতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ সুপার বলেন, ছেলের পরিকল্পনা অনুযায়ী ওই চার আসামি সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশঝাাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালালে কিনি ঞ্জানহারান। তাকে মৃত ভেবে আসামিরা চলে গেলেও পর দিন কৌতূহলবশত বাঁশঝাড়ে ফিরে হগয়ে বাদশাকে মুমূর্ষু অবস্থায় দেখেন ।

এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের দেখে ফেললে তারা বাদশাকে সংকটজনক অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান । কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। এর পর ছেলে বাদী হয়ে প্রতিপক্ষকে ফাসাতে মামলা করেন ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১