মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ধরলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন

ধরলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন pallibarta

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম ও পশ্চিম ধনিরাম গ্রামের ধরলার ভাঙন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করলেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ও কুটিবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম এলাকাটি পরিদর্শন করেন।

এ সময় তারা ধরলার ভাঙনের তীব্রতার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন ও বসতভিটা হারানো ছয়টি পরিবারের খোঁজ খবর নেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাস্তুহারা পরিবার গুলির মাঝে শুকনা খাবার, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদানের আশ্বাস দেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, বসতভিটা হারানো পরিবার গুলিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে জানানো হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১