শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
সংস্থাটি বাংলাদেশে পিএইচপি কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: পিএইচপি কো-অর্ডিনেটর, সিই অ্যান্ড সিপিটি–এইচপি থ্রি প্রজেক্ট
বিভাগ: ইন্টারন্যাশনাল
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান/সমাজবিজ্ঞান/কমিউনিকেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট স্টাডিজ, সিভিল/ওয়াটার ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ বা ওয়াস প্রোগ্রামিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত)
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ–সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ১৮ লাখ ৩০ হাজার ২১০ টাকা। এ ছাড়া কর্মীর স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য চিকিৎসাসুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি ও ইনস্যুরেন্সের সুবিধা আছে।
আবেদন যেভাবে করতে হবে:
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role–এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ২২ আগস্ট ২০২২।