মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩-তম জন্মবার্ষিকী পালিত

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩-তম জন্মবার্ষিকী পালিত pallibarta

দিনাজপুর জেলার বিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩-তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০টায় বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারে সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩-তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা,সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সহ-সভাপতি নাডু গোপাল কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, উপাধ্যক্ষ মেজবাউল হক, অফিস ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আলোচনা সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩-তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, মৎস কর্মকর্তা কাওসার হোসেন, যুব কর্মকর্তা জামিল মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিদ্যুৎ বর্মণ, সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীমন্ডলীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১