রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ নিরাপত্তা সহ বিশুদ্ধ পানি প্রদান- আরএমপি

হুমায়ুন কবীর (রাজশাহী ):

রাবির ভর্তি পরীক্ষায় আরএমপি’র উদ্যোগ পুলিশ কন্ট্রল রুম থেকে শিক্ষার্থীদের সেবা প্রদান। সকালে আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা-সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেন।

এবারের রাবি’র ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং কঠোর পুলিশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় এলাকায় সাদা পোষাকে ৩শত এর অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ কমিশনার উদ্যোগে আরএমপি’র পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০