রবিবার, ৪ মে ২০২৫
নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষে বাচেঁ প্রাণ, বৃক্ষ বাচাঁয় এই ভূবন। এদেশের প্রতিটি নাগরিকের উচিত একটি করে বৃক্ষরোপণ করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, সবুজ সমারেহ একদিন পুরোটা পূর্ণতা পাবেই ইনশাআল্লাহ।
বৃক্ষ প্রাণে প্রকৃতি -প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তির সোপানে এসে শেষ হয়। এই সময় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়।
সকল শ্রেণি পেশার মানুষদের জন্য উন্মুক্ত এই মেলা চলবে টানা ৭ দিন। যেখানে পাওয়া যাবে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ। সবাই জানতে পারবে বৃক্ষের গুরুত্ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আ’লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো মোবারক হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা মহিলা আ’লীগের সভাপতি সেলিনা বেগম প্রমুখ।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, সিরাজগঞ্জ বন বিভাগ এই ধরনের আয়োজন করেছে বলেই সিরাজগঞ্জবাসী উপলব্ধি করতে পারবে বৃক্ষরোপণের গুরুত্ব। আমারা নিজেরাই একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ মাধ্যমে পেতে পারি সুন্দর একটি পরিবেশ।