শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিরামপুরে ২৫টি পরিবার পেলেন নতুন ঠিকানা

বিরামপুরে ২৫টি পরিবার পেলেন নতুন ঠিকানা

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ভুমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারকে নতুন বাড়ির দলিলসহ বাড়ি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।

 

বৃহস্পতিবার (২১ জুলাই) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৩য় পর্যায়ের ২য় ধাপে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন সফল রাষ্ট্রনায়ক দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের পর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ভুমিহীন ও গৃহহীন ২৩টি ও ২নং কাটলা ইউনিয়নে ২টি পরিবারকে নতুন বাড়ির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মেজবা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, প্রশাসনিক কর্মকর্তা,বিরামপুর মুক্তিযোদ্ধা কমান্ড হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধাদ্বয় গোলাম মোস্তফা, ইছাহক আলী চেঙ্গিস খাঁন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ প্রমুখ।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বলেন, খুবই সুন্দর ভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে যাতে গরিব গৃহহীনরা এই নতুন বাড়ি পেয়ে অতীতের ঘর না থাকার কষ্ট ভুলে যায়। আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫’শত টাকা । প্রতিটি গৃহ একই ধরণের। যেখানে আছে- দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, ও একটি বারান্দা । এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, এই আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন পরিবার জায়গাসহ নতুন বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এ ছাড়াও কবুলিয়ত রেজিষ্ট্রিশন সর্ম্পূণ করা হয়েছে। যত দ্রুত সম্ভব বিরামপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা যায় তার কাজ চলছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০