বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
বাগেরহাটের রামপাল উপজেলার ভূমিহীনরা পেতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর। এবার তৃতীয় পর্যায়ে উপজেলায় কাজ সম্পন্ন হওয়া ২০টি ঘর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করবেন। মঙ্গলবার ( ১৯ জুলাই) রামপাল উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং সূত্রে এসব তথ্য জানা গেছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের একজন মানুষ ও ভুমিহীন থাকবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল গৃহহীনদের পূনর্বাসন কার্যক্রম চলমান আছে।
সারাদেশে উদ্বোধনের জন্য প্রস্তুত ২৬ হাজার ২২৯ টি বাড়ির মধ্যে রামপাল উপজেলায় ৩য় পর্যায়ে সর্বোমোট ১০৫ টির মধ্যে প্রথম ধাপে ৮৫টি গৃহ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বাকি ২০ টি বাড়ির কাজ সম্পূর্ণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার ( ২১ জুলাই) সারা বাংলাদেশে একযোগে ঘর গুলির উদ্বোধন করবেন। তারপর সেগুলি গৃহহীন দের মাঝে হস্তান্তর করা হবে।
এদিকে উপজেলার গৌরম্ভা আশ্রয়ন প্রকল্পে ভার্চুয়ালি যুক্ত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, এসিল্যান্ড সালাউদ্দিন দিপু সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উপজেলার আরো ১০৩২ টি ভূমিহীন পরিবারকে পূনর্বাসন করতে বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।