বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

তেঁতুলিয়ায় প্রতিপক্ষের আঘাতে একজন নিহত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ

তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে প্রিতপক্ষের আঘাতে শহিদ (৪২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এসময় শহীদের ভগ্নিপতি সাদ্দাম হোসেনও আহত হন।

নিহত শহীদ ঐ এলাকার মোশাররফ হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানান, নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ মারামারি হয়েছে। বুড়িমুটকি এলাকার শান্তি রাণী নামে এক নারীর বাড়িতে ঐ এলাকার সলিম উদ্দীন নামে এক ব্যাক্তি যাতায়াত ছিল।

এ নিয়ে সোমবার রাতে সলিমের সাথে শহীদ ও সাদ্দামের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সলিমের লোকজন শহীদ ও সাদ্দামের উপর হামলা চালায় এতে তারা গুরুত্ব আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেতুঁলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়। এ ঘটনায় শহীদের স্ত্রী ফেন্সী আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামী করে তেতুঁলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এঘটনায় দিজেন চন্দ্র রায়ের ছেলে জিতেন চন্দ্র রায় (৫৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

তেতুঁলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, একজনকে আটক করা হয়েছে বাকি আসামিদের দ্রুত আটক করে আইনের আওয়তায় আনা হবে। আসামি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১