শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক প্রশিক্ষণ

“আপনার পরিবেশ দূষণ মুক্ত রাখুন, শেখ হাসিনার বাংলাদেশ দূষণ মুক্ত রাখুন” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে পরিবেশ দিবস ২০২২ উপলক্ষ্য আয়োজিত সভা এবং ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমম্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এত আওতায় সরকারি পেশাজীবি, পরিবহন চালক, সাংবাদিকদের নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঅ অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর। বুধবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর,বিশেষ অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন পিবিএম(বার), সিভিল ডাঃ এ এইচ এম বোরহান-উল ইসলাম সিদ্দিকী, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিশেষ অতিথি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোমেনুল হক, পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন,পার্বতীপুর ল্যাম্ব হাসপালের পরিচালক খায়েল স্কর্ট প্রমুখ।

এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর সরকারি কলেজের, অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (বিরামপুর-নবাবগঞ্জ) এ কে এম ওহিদুন্নবী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, প্রধান শিক্ষক আরমান হোসেন, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, পৌর কাউন্সিলবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি মেম্বারবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পরিবহন চালকবৃন্দও সুধীমন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০