বৃহস্পতিবার, ১ মে ২০২৫
স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় এবং উপজেলা পরিষদ আইন শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে বিরামপুরে দুইদিন ব্যাপী ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৬ জুন) দুপুর ২টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে দুইদিন ব্যাপী ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণে শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলার ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সহকারী ভুমি কমিশনার (ফুলবাড়ী) শামিমা আক্তার জাহান, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম প্রমূখ।
এতে প্রধান আলোচক সহকারী ভুমি কমিশনার (ফুলবাড়ী) শামিমা আক্তার জাহান, ই-মিউটেশন, নামজারী, পিতা মৃত্যুর পর পিতার সম্পত্তি মা, ছেলা-মেয়ে কতটুকু অংশ পাবে কিংবা মায়ের মৃত্যুর পর মায়ের সম্পত্তির ছেলে-মেয়ে কতটুকু অংশ পাবে, খাজনা-খারিজ, খারিজ বাতিল, রেকর্ড সংশোধনসহ ভুমি বিষয়ে সকল সমস্যা-সমাধানের উপর দিক-নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন।
এসময় ৫নং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, ১নং ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৬নং ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,৪নং ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, ৩নং ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, ইউপি সদস্যবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।