বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

চৌহালীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চৌহালী উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (৪ জুন) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলার আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে কলেজের প্রধান প্রধান সড়ক ঘুরে সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোল্যা বাবুল আক্তারের সঞ্চালনে ও উপজেলা আ’লীগের সভাপতি মো: তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, আ’লীগের কোষাধ্যক্ষ নুর আলম আনছারী , স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম, সম্পাদক আরিফ সরকার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মোল্যা প্রমুখ ৷

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন সকল বাঁধা উপেক্ষা করে এ দেশের উন্নয়ন হচ্ছে। ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারো মাথা চারা দিচ্ছে।

তারা দেশের এই উন্নয়ন থামিয়ে দেয়ার জন্য বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যা কখনই সফল হবে না। আমরা চৌহালী উপজেলা আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন কে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সব সময় মাঠে থাকবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০